দোয়ারাবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনা খেলা অনুষ্ঠিত হয়েছে
মোঃ আলা উদ্দিন, দোয়ারা উপজেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
দোয়ারাবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনা খেলা অনুষ্ঠিত হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এর ফাইনাল ম্যাছ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফািনাল ম্যাছ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রিড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মিয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহিম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা মাধ্যমমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজাদুর রহমান ভুইয়া, সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না মিয়া, মান্নারগাঁও ইউপি সদস্য অজিত দাস, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী জয় দেব, ক্রিড়া সংগঠনের সহ-সভাপতি রিংকু কুমার দেব, উপজেলা ক্রিড়া সংগঠনের যুগ্ন সম্পাদক মনির উদ্দিন, কোষাধ্যক্ষ ভানু সূত্রধর, বাপ্পা রায়, রুবেল হাসান, উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দোহালীয়া ইউনিয়ন বনাম মান্নারগাও ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় দোহালীয়া ইউনিয়ন দলকে ৩-২ গোলে পরাজিত করে মান্নারগাঁও ইউনিয়ন দল বিজয়ী হয়েছে। খেলা পরিচালনায় ছিলেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ রহমান বাবুল ও মনিরউদ্দিন। এছাড়াও সহকারী পরিচালক হিসাবে খেলা পরিচালনা করেন তুহিন আহমদ ও মোহন আহমেদ।