ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নে মশা নিধক সপ্তাহ -২০২১ এর কার্যক্রম উদ্বোধন
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নে মশা নিধক সপ্তাহ -২০২১ এর কার্যক্রম উদ্বোধন
আজ বুধবার (২৫শে আগস্ট) থেকে চলছে ধামরাই উপজেলায় এক যোগে ১৬ টি ইউনিয়নে মশা নিধন সপ্তাহ ২০২১ এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মশা নিধক সপ্তাহ -২০২১ উপলক্ষে ধামরাই ইউনিয়ন পরিষদ হইতে সংযুক্ত থেকে,সভাপতিত্ব করেন নব নিযুক্ত স্বনামধন্য ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব হোসাইন মোহাম্মদ হাই জকি, মশা নিধক সপ্তাহ -২০২১ কার্যক্রম পরিচালনা করেন।জুম মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে মশা নিধক সপ্তাহ -২০২১ এর কার্যক্রম উদ্বোধন করেন ধামরাইয়ের মাটি ও মানুষের নেতা, ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি, ঢাকা -২০ ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবদ্দিন ও ধামরাই ইউনিয়ন পরিষদের সদস্যগন (মেম্বারগন)। এ’সভার সঞ্চালক হিসেবে সংযুক্ত ছিলেন নব নিযুক্ত ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম চয়ন।
মশা নিধক সপ্তাহ -২০২১ কার্যক্রমে আরো সংযুক্ত ছিলেন ১৬ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগন। উল্লেখ্য-মশা নিধনের জন্য প্রত্যেক ইউনিয়নে ১০,০০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।