ধামরাইয়ে মহামারী করোনা ও বন্যার কারণে কামাররা অলস সময় কাটাচ্ছে।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ
ধামরাইয়ে মহামারী করোনা ও বন্যার কারণে কামাররা অলস সময় কাটাচ্ছে
বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব ও প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে ধামরাইয়ের কামাররা একপ্রকার অলস সময় পার করছে।
পবিত্র ঈদুল আযহা বা কোরবানি ঈদের কাজের আমেজ নেই।
প্রতি বছর কোরবানির ঈদ আসলে ধামরাইয়ের কামাররা ব্যস্ত সময় পার করতো । দিন-রাত কামাররা গ্রাহকদের অর্ডার অনুযায়ী দা, চাপাতি, বটি বানাতের টুংটাং শব্দে মুখরিত থাকত কামারদের দোকান গুলোতে। এবার করোনা ও প্রাকৃতিক দুর্যোগ বন্যার পরিস্থিতিতে কামারদের আগের মতো তেমন অর্ডার বা কাজ নেউ সে কারনে কামারদের মুখে হাসি নেই।
এবারের কোরবানির ঈদ উপলক্ষে গরু-ছাগলের হাটের কেনা – বেচা খুবই কম হচ্ছে বলে জানান কোরবানির জন্য গরু কিনতে যাওয়া কয়েকজন ক্রেতা।
ধামরাইয়ের স্বনামধন্য কামারের দোকান প্রয়াত শংকর সরকারের দোকান ও কৃষ্ট চন্দ্র দাসের দোকানে সরজমিনে গিয়ে দেখা যায় তাদের মুখে হাসি নেই কিছু কাজ আছে তাহা করছে। কামারের দোকানের বর্তমান মালিক দয়াল সরকার জানান কোরবানির ঈদের কাজ করে কামাররা বছরের কয়েক মাসের আয় ঈদের অর্ডার পেয়ে করে থাকে। তাই তাদের দুশ্চিন্তার শেষ নেই। কিভাবে সংসার চলবে আমাদেন দোকানের কামাররের কাজ করা কর্মচারীদের।