পরী বিষয়ক চতুষ্পদী পঞ্চক
–মাইন উদ্দিন আহমেদ
১
নিউ ইয়র্কে মাঝেমাঝে পরী দেখি,
ভাষা দুর্বল কেমনে বলো তা লেখি!
ডানা কোথায় রেখে এসেছে, সেকি!
বিশ্বাস করো আসলই, সে নয় মেকি।
২
সাবওয়েতে দেখি পরীগুলো,
নেই পোশাকের জরীগুলো।
একটা পরী নেমে গেলো,
ট্রেনে আরো দুটো এলো।
৩
পেলব চেহারার দেখলাম এক পরী,
কী দারুণ সুন্দর আহা মরি মরি,
চেহারায় ফুটে আছে মনুষ্য-সঙ্গ বেদনা,
তারে কেমনে বলি ওগো তুমি কেঁদোনা।
৪
নিউ ইয়র্কে পরীরা
সেলফোন টিপতে টিপতে হাঁটে,
পৃথিবীর অন্য নারীরা
পরস্পর টিপ্পনী কাটে!
৫
একবার দেখলাম এক বিধ্বস্ত পরী
মনে হলো মাত্র ভেঙ্গেছে পাখা,
ঠিক বুঝে উঠতে পারছেনা মনে হয়
কোথায় ঠিক হবে তার পা রাখা!