শিক্ষাঙ্গন
অক্টোবরে খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়: ভিসি
স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী অক্টোবরে খুলবে বলে জানিয়েছেন ভিসি ড. মো. আখতারুজ্জামান।
ভিসি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে পরিকল্পিত রোডম্যাপ নিয়েছি। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ শেষে আমরা সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো, অক্টোবরে কখন, কীভাবে বিশ্ববিদ্যালয় খোলা যায়।’
এর আগে আজ শুক্রবার চাঁদপুরের মহামায়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি জানান, আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। এ সময় তিনি বলেন, ‘কর্তৃপক্ষ চাইলে ওই তারিখে বিশ্ববিদ্যালয়গুলোও খুলে দিতে পারে।’