খেলাধুলা

মেসির নতুন অধ্যায় শুরুর অপেক্ষা

‘২০০০ সালে একসঙ্গে আমরা বার্সেলোনায় এসেছিলাম। এরপর প্রায় ২০ বছর কী অবিশ্বাস্য কাটল। দ্বিতীয় দফায় যখন আমি বার্সায় ফিরলাম, ট্রেবল জিতলাম একসঙ্গে। তুমি ইতিহাসের সেরা হয়ে উঠলে। আমরা যে যে মায়ের ঘরে জন্মেছিলাম, তখনই যদি ভবিষ্যৎ পরিকল্পনাটা করে ফেলার সুযোগ থাকত, নিশ্চিত এর চেয়ে ভালো কিছু কেউ ভাবতে পারত না। এতগুলো বছর পরে সেই তুমি বার্সার জার্সি আর গায়ে জড়াবে না, সত্যি বাস্তবতা কখনো কখনো খুবই কঠিন’—লিওনেল মেসির বিদায়ে ইনস্টাগ্রামে এমনই আবেগঘন পোস্ট করেছেন জেরার্দ পিকে।

দুজনের ২০ বছরের বন্ধুত্ব ক্লাব বার্সেলোনার সঙ্গে। পিকের সঙ্গে সেই বন্ধুত্বের পাশাপাশি শহরটার সঙ্গেও মেসির সম্পর্কের সুতাটা ছিঁড়ে গেল অবশেষে। যদিও পিকের আশা আর্জেন্টাইন তারকা ঠিকই একদিন আবার ক্লাবে ফিরবেন, ‘অনেক কিছু করার এখনো বাকি আছে। তত দিন যেখানেই থাকো সময়টা উপভোগ করো।’ সেই গন্তব্য প্যারিসই হতে যাচ্ছে বলে এখনো পর্যন্ত খবর।

লে’কিপ জানিয়েছে, তিন বছরের চুক্তি হতে যাচ্ছে মেসির সঙ্গে প্যারিস সেন্ত জার্মেইয়ের। তাতে শেষ বছরটা ঐচ্ছিক। বছরে বেতন পাবেন তিনি ৪০ মিলিয়ন ইউরো। রেকর্ড দামে পিএসজিতে নাম লেখানো নেইমারের বেতনের চেয়ে যা পাঁচ মিলিয়ন ইউরো বেশি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনো মুখ খুলছে না। পরশু রাতে কাতারের আমির, যিনি পিএসজির মালিক, তাঁর ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল-থানি টুইট করেন যে পিএসজির সঙ্গে আর্জেন্টাইন তারকার কথাবার্তা চূড়ান্ত। খুব শিগগিরই ঘোষণা আসছে। পরে অবশ্য ক্লাবের গণসংযোগ অফিস থেকে এমন তথ্য অস্বীকার করা হয়েছে। তবে সেটিও আসলে মেসির পিএসজির জার্সি পরতে যাওয়ার গুঞ্জন থামাতে পারছে না একেবারে। খবর, আজই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পরশু মেসিকেই দেখা যেতে পারে পিএসজিতে। আর্জেন্টাইন তারকা অবশ্য আজ ক্যাম্প ন্যুতে সংবাদ সম্মেলন করবেন। সেটি বিদায়ি সংবাদ সম্মেলন নাকি আরো কোনো চমক বাকি আছে কে জানে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button