খেলাধুলা

কোম্যানকে বরখাস্ত করল বার্সা

বার্সেলোনায় শেষ হলো রোনাল্ড কোম্যান অধ্যায়। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, যেকোনো সময় চাকরীচ্যুত হতে পারেন এই ডাচ কোচ। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফুটবল ক্লাব বার্সেলোনা নিশ্চিত করেছে কোম্যানকে বরখাস্ত করার বিষয়টি। ক্লাবের সভাপতি জুয়ান লাপোর্তা রায়ো ভায়োকানোর বিপক্ষে পরাজয়ের পর এই সিদ্ধান্তের কথা জানান।

রোনাল্ড কোম্যানের অধীনে বার্সা একেবারেই সুবিধা করতে পারছিল না। স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই বার্স। এখন পর্যন্ত নিজেদের খেলা ১০ ম্যাচে মাত্র ৪টিতে জিতে বার্সা আছে ৯ নম্বরে। গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হারের পর বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে ১-০ ব্যবধানে হারে কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগেও ভালো অবস্থানে নেই বার্সেলোনা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বায়ার্ন ও বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে তিনে অবস্থান করছে। এতে ২০০৩ সালের পর শেষ ষোলোতে উঠা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

২০২০ সালের ১৯ আগস্ট বার্সায় কোচিং ক্যারিয়ার শুরু করেন কোম্যান। ক্লাবটির হয়ে ডাগ আউটে দাঁড়িয়ে ৬৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সফলতা বলতে একমাত্র কোপা দেল রে’র শিরোপা জয়। যত দিন যাচ্ছিল, ততই কোম্যানের প্রতি বিদ্বেষ বাড়ছিল বার্সা সমর্থকদের। অবশেষে বরখাস্ত হলে কোম্যান।

একাধিক সংবাদমাধ্যমের দাবি, কোম্যানের জায়গায় বার্সেলোনার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button