খেলাধুলা

ব্রাহ্মণবাড়িয়া সদর কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো.আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া সদর কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্তর্গত মাছিহাতা ইউনিয়নের কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী হানিকম সংগঠনের সভাপতি মো: শিব্বির আহমেদ ভূইয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সানির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদ্য সাবেক সহ সম্পাদক এডভোকেট মোহাম্মদ বাকির উদ্দিন ভূইয়া। ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুহাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন- অর- রশিদ, চাপুইর সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মো. আবদুল কাহহার, , কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহঃ সুপার মাওলানা হাবিবুর রহমান,ইউএও/আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সুপার মোহাম্মদ বুরহান উদ্দিন ভূইয়া, মাছিহাতা ইউপির ৬ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আলমগীর মেম্বার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগ এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিব উদ্দিন ভূইয়া,কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ আনু মাস্টার, ঐতিহ্যবাহী হানিকম সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আমীর হামজা,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মিজানুর রহমান, মাছিহাতা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ সদস্য বশির আহমদ ভূইয়া,কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোঃ মুমিন খান, হানিকম সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অতিথিবৃন্দ।এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন- মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যা বলুন;খেলাধুলা মানুষের মন কে সুন্দর এবং সতেজ রাখে;শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

খেলাধুলা সহ সাংস্কৃতিক অঙ্গনে অংশগ্রহণ করলে গ্রামের যুবসমাজে শান্তি ফিরে আসবে, মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করা যাবে।অতিথিবৃন্দ টুর্নামেন্ট আয়োজক সহ হানিকম সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের চলমান কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।

উক্ত খেলায় ২০১৬ ব্যাচ কে হারিয়ে ২০২০ ব্যাচ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button