জেলার খবর

করোনায় আক্রান্ত নেপালতলি ইউপি চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় প্রার্থনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধিঃ

করোনায় আক্রান্ত নেপালতলি ইউপি চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় প্রার্থনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বগুড়ার গাবতলি উপজেলার নেপালতলি ইউপি চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা একেএম লতিফুর বারী মিন্টু করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছে৷ তিনি করোনামুক্ত ও দ্রত সুস্থ্য হয়ে আবারও জনসাধারনের পাশে দাঁড়াবেন এ কামনায় চকরাধিকা মহা শ্মশানে শুক্রবার (৬ই আগষ্ট) বেলা ১১টায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রার্থনা সভায় অত্র এলাকার কয়েকটি গ্রামের সনাতন ধর্মীয় নারী পুরুষেরা ধর্মীয় কির্তনের মাধ্যমে তাদের সৃষ্টিকর্তার নিকট চেয়ারম্যান মিন্টুর সুস্থ্যতা কামনা করেছেন৷ অপরদিকে একই স্থানে ওই এলাকার সনাতন ধর্মীয় লোকজনের ব্যবহার্য চকরাধিকা মহাশ্মশান বেদখলের অপচেষ্টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই অনুষ্ঠানে শ্মশান কমিটির সভাপতি শ্রী নারায়ন চন্দ্র রায় বক্তব্যে বলেন, আমাদের প্রানপ্রীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আশু রোগমুক্তি এই অনুষ্ঠানের মাধ্যমে কামনা করছি ৷সৃষ্টিকর্তা যেন এই সফল চেয়ারমানকে দ্রত সুস্থ্য করে আমাদের সেবা করার কৃপা দান করেন৷

তিনি আক্ষেপ করে বলেন প্রায় দু শত বছর আগে থেকে আমাদের পুর্ব পুরুষদের এই শ্মশানে সমাহিত (কবর)দেওয়া হয়ে আসছে। একটি কুচক্রিমহল শ্মশান দখলের আপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এই শ্মশান রর্ক্ষার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্মশান কমিটির সাধারন সম্পাদক অমল চন্দ্র রায়,সুবোধ সরকার,ডাঃ প্রতাপ সরকার,ফনিন্দ্রনাথ রায়,নিশিকান্ত সরকার,অর্জুন প্রাং,শ্যামল চন্দ্র দাস,সুপদ রায়,মনিন্দ্রনাথ রায়,নরেন্দ্রনাথ রায়,শৈলেন রায়,নির্মল রায়,নিপেন রায়,রতন প্রাং ও বিকাশ চন্দ্র স্বর্নকার সভাপতি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ জেলা শাখা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button