জেলার খবর

দোয়ারাবাজারে ১৯হাজার নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ৩

মোঃ আলা উদ্দিন, দোয়ারা উপজেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

দোয়ারাবাজারে ১৯হাজার নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ৩

দোয়ারাবাজারে ১৯ হাজার ২শত নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত আবুল বাসারের পুত্র মো শাহানুর (৪৬),দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের কমরু মিয়ার পুত্র ইরফান আলী (২৫) ও আমরু মিয়ার পুত্র ইমরান হোসেন (২৬)।

পুলিশ সুত্রে যানা যায়,রবিবার(২০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর এর দিকনির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খানের নেতৃত্বে, এসআই সাইদুল হাওলাদার, এএসআই আকছির মিয়ার সহযোগিতায় সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে উপজেলার ০৯ নং সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের নিকটে পাকা রাস্তার উপর হতে মো শাহানুর (৪৬), ইরফান আলী (২৫),ইমরান হোসেন (২৬) কে ১৯ হাজার ২শত ভারতীয় আমদানী নিষিদ্ধ জীবন বিড়ি সহ আটক করা হয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগি আসামী মোঃ সাদেক মিয়া (৩৫) পালিয়ে যায়।চোরাচালানের কাজে ব্যাবহৃত রেজিষ্ট্রেশন বিহীন লাল ও কালো রংয়ের দুটি মোটর সাইকেল জব্দ করা হয়। দোয়ারাবাজার থানার এসআই সাইদুল হাওলাদার বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

দোয়ারাবাজার থানার মামলা নং- ১২ তারিখ – ২০/০৬/২০২১ খ্রিঃ দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে দোয়ারাবাজার থানা পুলিশ বদ্ধ পরিকর। অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button