গন্ডামারার বিশিষ্ট জমিদার আব্দুল মোনাফ সিকদার আর নেই
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
গন্ডামারার বিশিষ্ট জমিদার আব্দুল মোনাফ সিকদার আর নেই
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের প্রভাবশালী জমিদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল মোনাফ সিকদার(৭৪) আর নেই।
সদা হাস্যোজ্বল, অমায়িক ও সর্বজনপ্রিয় এলাকার প্রভাবশালী এ জমিদার হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে মৃত্যুবরন করেন। তিনি এলাকার প্রভাবশালী জমিদার মরহুম আলহাজ্ব ইউসুপ আলী সিকদারের ৪তৃর্থ সন্তান এবং গন্ডামারা ইউনিয়নের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও শিক্ষাবিদ অধ্যাপক নুরুল মোস্তফা সংগ্রামের চাচা।
২১ মার্চ’২১ ইং রবিবার সন্ধ্যা ৭ টার সময় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল থেকে মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকার সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। ৭৪ বছর বয়স হলেও অালহাজ্ব আব্দুল মোনাফ সিকদার ছিলেন একজন মিশুক প্রকৃতির এনার্জেটিক মানুষ। কয়েকদিন আগেও চিরসবুজ মনের সদালাপী এ ব্যক্তিত্ব স্বাভাবিকভাবে নিজের বিভিন্ন ব্যবসা দেখাশুনে করেছেন। ২০ মার্চ শারিরীকভাবে অসুস্থতা অনুভব করলে অাজ ২১ মার্চ তাঁকে জরুরী ভিত্তিতে চট্টগ্রামের বিশেষায়ীত পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা অবস্থায় সন্ধ্যা ৭ টার সময় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ কন্যা সন্তান রেখে যান।
আব্দুল মোনাফ সিকদারের মৃত্যুতে তাৎক্ষনিক শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভুতি ও সমবেদনা জানিয়েছেন, ৯ নং গন্ডামারা ইউনিয়ন আওযামিলীগের সভাপতি মাস্টার শামসুল আলম ছিদ্দিকী, সেক্রেটারী শিহাবুল হক সিকদার, সাবেক ইউপিএম ফেরদৌস আলম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান ৫ নং ইউপিএম কামাল উদ্দিন সিকদার। ২২ মার্চ সোমবার সকাল ১১ টার সময় পারিবারিক জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হবে জানিয়েছেন পারিবারিক সূত্র।