জেলার খবর

চেয়ারম্যান হয়ে নয় জনগনের সেবক হয়ে কাজ করতে চাই।চেয়ারম্যান প্রাথী হাজি জলাল উদ্দিন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

চেয়ারম্যান হয়ে নয় জনগনের সেবক হয়ে কাজ করতে চাই।চেয়ারম্যান প্রাথী হাজি জলাল উদ্দিন

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কেজাউরা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে চেয়ারম্যান প্রাথী হাজি জলাল উদ্দিন তার বক্তব্যে বলেন। চরমহল্লা বাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি চেয়ারম্যান হয়ে নয়, জনগনের সেবক হয়ে কাজ করব। আমার চিন্তা চেতনা মানুষের সেবা করা। এই সেবার সুযোগ করে দেয়ার জন্য আমি চরমহল্লা জনগনের প্রতি আকুল আবেদন করছি।

গত কাল শুক্রবার রাতে কেজাউরা মাদ্রাসার ওয়াজ মাহফিল চেয়ারম্যান প্রাথী হাজি জলাল উদ্দিন উপরুক্ত কথা বলেন।

মাওলানা কাজি আশিক উদ্দিন বিপ্লবীর সভাপতিত্বে ও মকসু আহমদের পরিচালনায় অনু্ষ্টিত ওয়াজ মাহফিলে
চেয়ারম্যান প্রাথী হাজি জলাল উদ্দিন আর ও বলেন
আমি বড় কেজাউরা ছেলে হতে পারি কিন্তু চরমহল্লার মাটির ও মানুষের সাথে আমার গভীরতম রক্তের সম্পর্ক রয়েছে

তাই আমি অনুরুধ করব আমাকে একটি বারের জন্য আপনাদের কাজ করার সুযোগ দিন। সেই আশা এবং প্রত্যাশা চরমহল্লার সচেতন মানুষের প্রতি।

এ সময় ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন যথাক্রমে , জাউয়া বাজার পুলিশ ফারির প্রধান সাজ্জাদুর রহমান,
বিশিষ্ট দানবীর জুলফিকার আলী। হাজি রজব আলী,
বিশিষ্ট সমাজসেবক ব্যাবসায়ি হাফিজ কারীমোঃ আলমগীর হোসেন সহ অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button