ধামরাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ বছর পর নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ বছর পর নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ
ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ বছর পর নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (৭ই জুলাই -২০২১) বিকেলে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা অ্যাম্বুলেন্স চালক মোঃ হারুনের কাছে নতুন অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ থেকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ’যাবত ১৭ বছর ধরে জরাজীর্ণ একটি অ্যাম্বুলেন্স দিয়েই রোগীদের আনা – নেওয়া হতো। যা প্রায় সময়ই নষ্ট ও বিকল হয়ে থাকতো। উপজেলা এ’স্বাস্হ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডাক্তার ও প্রয়োজনীয় পরীক্ষার যন্ত্রাংশ না থাকায় বেশির রোগীকেই নিতে হয় ঢাকার বিভিন্ন হাসপাতালে।
বেশির ভাগ রোগীদের জরাজীর্ণ এই অ্যাম্বুলেন্স দিয়েই উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হতো। বেশির সময়ই অ্যাম্বুলেন্সটি নষ্ট ও বিকল হয়ে থাকতো। রোগীরা অন্য গাড়ি করে অন্য হাসপাতালে নিয়ে যেতো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স পাওয়াতে চিকিৎসক সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অনেকের মুখে হাসি ফুটে উঠেছে।
অ্যাম্বুলেন্স চালক মোঃ হারুন জানান- আগের অ্যাম্বুলেন্সটি অনেক পুরাতন ও খুবই জরাজীর্ণ ছিলো। খুব ঝুঁকি নিয়ে রোগী আনা-নেওয়া করতে হতো। নতুন অ্যাম্বুলেন্স পেয়ে আমারো খুব উৎফুল্ল ও ভালো লাগছে। নতুন অ্যাম্বুলেন্সে কিছু কাজ করতে হবে যেমন বাম্পার,লাইট সহ টুকটাক কাজ করাতে হবে। এ কাজ গুলো সম্পন্ন হলেই নতুন অ্যাম্বুলেন্স দিয়েই রোগী আনা-নেওয়া করা যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেন আমি গতকাল(৬ই জুন) জেনেছি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের এই মহামারী করোনার লকডাউন এর মুহূর্তে করোনা রোগী সহ অন্যান্য মুমূর্ষু রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য একটি নতুন অ্যাম্বুলেন্সের খুবই প্রয়োজন ছিল।অ্যাম্বুলেন্সটি বরাদ্দ করার জন্য যারা সুপারিশ সহ নানা ভাবে ভূমিকা রেখেছে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।