পাইকগাছা-কয়রায় চালু হচ্ছে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছা-কয়রায় চালু হচ্ছে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক
‘মুমূর্ষ রোগীর প্রয়োজনে হাত বাড়ালেই পাবে অক্সিজেন সেবা’ এই স্লোগান নিয়ে খুলনার পাইকগাছা-কয়রায় সংসদ সদস্যের উদ্যোগে চালু হচ্ছে ‘আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক’। শনিবার (০৩ জুলাই) দুপুরে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র উদ্যোগে এ জরুরি সেবা চালু করার প্রস্তুতি হিসেবে ১৬টি অক্সিজেন সিলিন্ডার পাইকগাছায় পৌঁছেছে।
মুমূর্ষ রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ৫০ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও করেছেন সংসদ আক্তারুজ্জামান বাবু।
হটলাইনের মাধ্যমে সেবা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এদিকে নিজ অর্থায়নে ১৬টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এই সেবা কার্যক্রমে পাইকগাছা ও কয়রা উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের সার্বিক তত্বাবধানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে ছাত্রলীগের নেতা-কর্মীরা। হটলাইন নম্বরে ফোন করলে ছাত্রলীগের কর্মীরা মুমূর্ষ রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দিবেন। পর্যায়ক্রমে প্রয়োজনের তাগিদে এই কার্যক্রমে আরও অক্সিজেন সিলিন্ডার যুক্ত হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।