শার্শায় ১কোটি ৫৬ লাখ টাকার চন্দন কাঠ আটক।
যশোরের শার্শা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৪০ কেজি ভারতীয় চন্দন কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে এ চালানটি আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো অ-১৪-০৫৭৩ নং একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে, ওই কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১০৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত চন্দন কাঠের মূল্য ১কোটি ৫৬ লাখ টাকা বলে জানায় বিজিবি।
বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।