আখাউড়ায় ২য় পর্যায় স্বপ্নের ঠিকানা পেয়েছেন ৫০ টি ভূমিহীন গৃহহীন পরিবার
মো. আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)
আখাউড়ায় ২য় পর্যায় স্বপ্নের ঠিকানা পেয়েছেন ৫০ টি ভূমিহীন গৃহহীন পরিবার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় ৫০ টি অসহায় গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জুন রবিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হায়াত উদ-দৌলা খান।
এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে সারাদেশে এক যুগে ৫৩ হাজার ৩৪০টি গৃহ প্রদান কাজের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।
উদ্বোধন পর পরেই ৫০ টি গৃহহীন পরিবারের মাঝে উপস্থিত অতিথিরা তাদের হাতে গৃহ হস্তান্তর করে দেওয়া হয়।
গৃহ প্রদান কার্যক্রম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল,আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল,আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ সাইফুল ইসলাম,মুক্তিযুদ্ধার সাবেক কমান্ডার জামসেদ শাহ, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু সহ আরো অনেকেই।
পরে তাদের হাতে ৫টি করে ফলজ ও পরিবেশ বান্ধব গাছ তুলে দেওয়া হয়।