জেলার খবর

রূপগঞ্জে ভুলতা-গাউছিয়া মহাসড়ক এখন দখলমুক্ত” হাইওয়ে পুলিশের কঠোরতায়

সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

রূপগঞ্জে ভুলতা-গাউছিয়া মহাসড়ক এখন দখলমুক্ত” হাইওয়ে পুলিশের কঠোরতায়

হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের কাচঁপুর হাইওয়ে থানা এলাকায় ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি। এই পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে রয়েছেন মোঃ সালাউদ্দিন।

তার সুযোগ্য নেতৃত্ব আর সু দক্ষ পরিচালনায় ভুলতা- গাউছিয়াসহ ঢাকা- সিলেট মহাসড়কের তার কর্ম এলাকা এখন অনেকটাই দখলমুক্ত। মহাসড়কে দুর্ঘটনারোধ, পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা, ছিনতাই ও ডাকাতি হ্রাসে নানা পদক্ষেপ গ্রহন করছেন তিনি।

বিশেষ করে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট ও সড়ক দখলমুক্ত করে ফাঁড়ি ইনচার্জ মোঃ সালাউদ্দিন প্রশংসিত হয়েছেন। এলাকাবাসী জানায়, হাইওয়ে পুলিশের ভুলতা ফাড়ি ইনচার্জ মোঃ সালাউদ্দিন যোগদান করার পর ফাঁড়িতে কর্মরত সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব ও উর্ধতন কতৃপক্ষের নিদর্শ মোতাবেক কাজ করে চলছেন।

মহাসড়কে দুর্ঘটনারোধে চালক, হেলপার যাত্রীদেরকে নিয়ে সচেতনতামুলক ক্যাপ্পেনিং, সভা, সেমিনারসহ নানা রকম ইতিবাচক কর্মসুচি পালন করেছেন। মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ধারাবাহিকতা বজায় রেখেছেন। ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, আমার কর্মএলাকায় সকল প্রকার দায়িত্ব আমি যথাযথভাবে পালনের চেস্টা করছি। আর এসব কাজেই আমাকে সহযোগী করছে এই ফাঁড়িতে কর্মরত সকল পুলিশ সদস্য।

এ ছাড়াও আমার উর্ধতন কর্মকর্তারা আমাকে চাহিদামত সকল প্রকার সহযোগিতা করে চলছে। পাশাপাশি এলাকাবাসী সকল ইতিবাচক কাজে সহযোগিতায় এগিয়ে এসেছে। এ জন্য ফাঁড়ি ইনচার্জ মোঃ সালাউদ্দিন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button