বগুড়া মহাস্থানে কোচ সিএনজি মুখোমুখি সংঘর্ষেঃনিহত ৩
বগুড়ার মহাস্থান এলাকায় কোচের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে এবং আহত ১৫ জনকে হাসপাতালে ও স্থানীয় ভাবে চিকিৎসাধীন রয়েছে।
১৯ জুন শনিবার সকাল ৭ টার দিকে বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থানের পার্শ্বে হাতিবান্ধা নামক স্থানে কোচের সাথে সিএনজির মুখোমুখি ধাক্কায় ৩ জন যাত্রী নিহত, আহত১৫ জন।
জানা গেছে শনিবার সকালে বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান ব্রীজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্থানে সোনাতলার জুম্মার বাড়ী থেকে যাত্রী বাহী একটি সিএনজি (বগুড়া- থ- ১১- ১৭৪১) বগুড়া যাবার পথে রংপুর গামী আহসান এন্টার প্রইজ, (ঢাকা মেট্রো ব- ১৫-৫৭৭৫) নামের কোচটি সিএনজিকে স্বজোরে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির ২ জন যাত্রী মারা যায় এবং বগুড়া নেওয়ার পথে সিএনজির অবস্থানরত একটি কোলের শিশুটিও মারা যায়।
উল্লেখ্য যে সিএনজির যাত্রীরা সিজার করা তার শিশু সন্তানকে নিয়ে বগুড়া ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। এঘটনায় বাস ও সিএনজি ঘটনাস্থলেই রয়েছে,।সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ, শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যানবাহন চলাচলের জন্য রাস্তায় চলাচলের পরিবেশ করে দেয়।