কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ আজাহার সরকার, জেলা প্রতিনিধি-(গাজীপুর)
কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ শামসুল আলমের সভাপতিত্বে এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, জনাব মেহের আফরোজ চুমকি এমপির স্নেহধন্য ছোট ভাই মোক্তার পুর ইউনিয়নের বারবার নির্বাচিত সফল সভাপতি জননেতা এস এম আলমগীর হোসেন ভাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, সাবেক সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার বাবু সতীশ চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম খলিফা, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি জাকির হোসেন।
বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন সাবেক সভাপতি মুক্তারপুর ইউনিয়ন কৃষকলীগ, কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বসুন চন্দ্র দাস, সাবেক ব্যাংক ম্যানেজার শামসুল আলম, আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক পালোয়ান, সাবেক সফল চেয়ারম্যান প্রয়াত মোতাহার হোসেনের সুযোগ্য পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী জামিল ওয়াহেদ মুহিত, সাবেক মেম্বার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম শেখ, আওয়ামী লীগ নেতা সামসুজ্জামান শেখ, সাবেক সাধারণ সম্পাদক মুক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের মনির হোসেন পাঠান, ইউনিয়ন আওয়ামীলীগের বিশিষ্ট সমাজসেবক সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ এইসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতাসহ আমারশ্রদ্ধেয় চাচা শহীদ ময়েজ উদ্দিনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।আরো বলেন তাদের আত্মত্যাগ কে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে কালীগঞ্জের শান্তি কন্যা মেহের আফরোজ চুমকি আপার হাতকে শক্তিশালী করতে হবে, সাবেক সফল প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আপার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরিশেষে বলেন, আমি শহীদ ময়েজ উদ্দিনের ভাতিজা আমার শরীরের শহীদের রক্ত বিদ্যমান, শহীদের রক্ত কোনদিন বেইমানি করে নি আমিও করবো না।
আমি আপনাদের কথা দিচ্ছি আগামী দিনে মোক্তারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুখী-সমৃদ্ধশালী মডেল ইউনিয়ন গড়ে তুলবো, নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়াবো।তিনি সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে উনার বক্তব্য শেষ করেন।
সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।