জেলার খবর

বাঁশখালী পৌরসভায় ২ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালী পৌরসভায় ২ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের স্বর্গীয় হিমাংশু বিমল চক্রবর্তী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।সড়কটির উন্নয়নে ব্যয় হবে ২ কোটি ২ লাখ ৯৬ হাজার টাকা। এ সড়কটির উন্নয়ন কাজ সমাপ্ত হলে এলাকার জনগনের দির্ঘদিনের ভোগান্তির অবসান হবে জানিয়েছেন এলাকাবাসী।

২৩ আগষ্ট’২১ ইং সোমবার বিকালে বাঁশখালী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সচিব আবু সুফিয়ান ভূঁইয়া, প্যানেল মেয়র দেলোয়ার হোসাইন, কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, নজরুল কবির সিকদার, জামশেদ আলম, বাবলা কুমার দাশ, ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দীন, ইসমাইল হোসাইন ভূঁইয়া, শামশুদ্দীনসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বাঁশখালী পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী বলেন,দীর্ঘদিন ধরে পৌরসভার হিমাংশু বিমল চক্রবর্তী সড়কটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল, স্থানিয় জনাগনের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। অবশেষে এই সড়কের উন্নয়নে ২ কোটি ২ লক্ষ ৯৬ হাজার টাকা বরাদ্ধ হয়েছে। ছয় মাসের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।সড়কটির কাজ শেষ হলে মানুষের যাতায়াতে আর ভোগান্তি অনেকাংশে কমে আসবে অভিমত জানিয়েছেন পৌরমেয়র শেখ সেলিমুল হক চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button