ধামরাই পৌরসভায় দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন স্হানীয় সাংসদ বেনজীর আহমদ
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাই পৌরসভায় দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন স্হানীয় সাংসদ বেনজীর আহমদ
ঢাকার ধামরাই পৌরসভারসকল ইসলামপুর বংশী মার্কেট হয়ে আরবান স্কুলের পাশ দিয়ে বংশী নদী পর্যন্ত আর সি সি রাস্তা ও আর সি সি ইউড্রেন এবং নতুন দক্ষিন পাড়া (তিতাস গ্যাস) তালতলার আর সি সি রাস্তা ও ড্রেন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুন-২০২১ খ্রীস্টাব্দ) সকালে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা সহ এ সকল রাস্তার উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা আলহাজ্ব বেনজীর আহমদ ও ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
উদ্বোধনকালে ঢাকা জেলা আ”লীগের সভাপতি ও স্হানীয় সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, ধামরাই পৌরবাসিদের সুবিধার্থে মেয়র গোলাম কবির তার ১২জন কাউন্সিলর নিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক মহামারী করোনার দুর্যোগের মধ্যেও উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছেন।
ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা উপস্থিত সকলের উদ্যেশ্যে বলেন, পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভাতে রুপান্তর করা ও চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসীর সহযোগীতা চাই।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ , মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, পৌরসভার ১২ জন কাউন্সিলর, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।