নোয়াখালীর সেনবাগে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু।
নোয়াখালীর সেনবাগে এবার করোনায় আক্রান্ত হয়ে মনিরুল ইসলাম প্রকাশ মানিক (৩৫) নামের এক পল্লী চিকিৎসক মারা গেছে।আজ বুধবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামে। সে ওই গ্রামের মোল্লা বাড়ির মাষ্টার নুরুল ইসলামের ছেলে।সেনবাগে এ পর্যন্ত ৮ জন করেনায় আক্রান্ত হয়ে মারা গেছে এবং করেনায় আক্রান্ত হয়েছে ৬৭ জন।
জ্বর,শর্দি,কাশি ও গলা ব্যাথা নিয়ে ৫ জুন সে সেনবাগ সরকারি হাসপাতালে নমুনা সরবরাহ করে। এরপর নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে গত ৬ জুন মানিকের শরীরে করোনা শনাক্ত হয়।
এরপর থেকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় সে হোম-আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার ৯ জুন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কোভিড হাসপাতালে ভর্তি করলে সেখানে বুধবার সকাল ৯ টার সময় সে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএইচএফপিও) ডাক্তার মতিউর রহমান।