দোয়ারাবাজারে বাড়ির সীমানা নিয়া বিরুদ্ধ কে কেন্দ্র করে প্রতি পক্ষের আঘাতে একজনের মৃত্যু, দুইজন আটক
মোঃ আলা উদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি-(সুনামগঞ্জ)
দোয়ারাবাজারে বাড়ির সীমানা নিয়া বিরুদ্ধ কে কেন্দ্র করে প্রতি পক্ষের আঘাতে একজনের মৃত্যু, দুইজন আটক
দোয়ারাবাজারে বাড়ির সীমানা নিয়া বিরুদ্ধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় দুইজনকে আটক করেছ দোয়ারাবাজার থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে। নিহত ব্যাক্তি হলেন উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত. হাছন আলীর পুত্র ছিদ্দিক আলী(৫৫)। আহত হয়েছেন মহিলাসহ আরো ৫ জন। আহতরা হলেন, নিহতেরন স্ত্রী করফুল বেগম (৪৫), মেয়ে আনোয়ারা বেগম(৩০), ছাদেক মিয়ার স্ত্রী আলেয়া বেগম, নিহতের পুত্র রুহুল আমিন(২০)।
এলাকাবাসী সুত্রে জানা গেছে গত কয়েক মাস যাবৎ সুন্দর আলী ও ছাদেক এর পরিবারের মাঝে বাড়ির সীমানা নিয়ে বিরুদ্ধ চলে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে এরই সুত্র ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ছিদ্দিক আলীকে মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে নেয়াহলে কর্তব্যরত চিকিৎসক ছিদ্দিক আলীকে ওসমানী মেডিক্যালে রফার করেন। গত শুক্রবার রাত সারে ১১ ঘটিকার সময় ওসমানী মেডিক্যালে চিকিৎসা দিন অবস্থায় মারাযান।
এব্যারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম বলেন, মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে আমরা সুন্দর আলী ও তার স্ত্রীকে আটক করেছি। বাকি জড়িত দের গ্রেফতারে প্রস্তুতি চলছে। আরো যানা জায় বাড়ীর বিদ্যুতে কোটা নিয়ে এবং কোটা আনার টাকা ভাগ ভাটুয়ারা নিয়ে মারামারির উৎপত্তি।