ধামরাইয়ে সাবেক সেনা সদস্য হত্যাকান্ডের নয় বছর পর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ে সাবেক সেনা সদস্য হত্যাকান্ডের নয় বছর পর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নে সাবেক সেনা সদস্য হত্যাকান্ডের ঘটনায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আব্দুর রশিদ (৫০)কে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (২৬ শে মে-২০২১ খ্রীস্টাব্দ) ভোরে ধামরাই উপজেলার চৌহাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসাম আব্দুর রশিদকে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
ফাঁসির আসামি গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। গ্রেফতারকৃত আব্দুর রশিদ ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি হত্যাকান্ডের পর ২০১২ সাল থেকে পলাতক ছিলেন। উল্লেখ্য-তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় ২০১৪ সালে।
পুলিশ জানান – ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০১২ সালের ৬ই মার্চ সাবেক সেনা সদস্য নাজমুল ইসলাম পান্নু হত্যাকান্ডের শিকার হয়।
এ’হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী হাসু বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে তদন্ত শেষে ধামরাই থানা পুলিশ ১৫ জনের নামে অভিযোগ পত্র দেয়।পরে ২০১৪ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আদালত আব্দুর রশিদকে ফাঁসি ও চৌহাট ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকছেদ,বিপ্লব,আসাদ, রাজন,মনির ও গ্রাম পুলিশ সিদ্দিকুর রহমান কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।
এ’ঘটনায় অন্যান্য আসামিরা জেল হাজতে থাকলেও পলাতক ছিলেন আব্দুর রশিদ, বিপ্লব ও রাজন।
এ’বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শ্রী নির্মল কুমার দাস বলেন সেনা সদস্য হত্যাকান্ডের দন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের মধ্যে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদকে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে অপর পলাতক আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।