জেলার খবর

যশোর চুকনগর রোডের গনপরিবহনে অতিরিক্ত যাত্রী নিয়েও গুনতে হচ্ছে ডবল ভাড়া

আবদুল্লাহ আল মামুন, মনিরামপুর উপজেলা প্রতিনিধি-(যশোর)

যশোর চুকনগর রোডের গনপরিবহনে অতিরিক্ত যাত্রী নিয়েও গুনতে হচ্ছে ডবল ভাড়া

যশোর মনিরামপুর কেশবপুর চুকনগর রোডের গনপরিবহনে অতিরিক্ত গাদাগাদি করে যাত্রী উঠানো হচ্ছে এবং নেয়া হচ্ছে ডবল ভাড়া।

করোনা ভাইরাস মহামারীর কারনে গনপরিবহনে সীমিত পরিসরে যাত্রী নিয়ে কিছু ভাড়া বাড়ানো হয়েছিল।
কিন্তু বর্তমানে যশোর চুকনগর রোডের গনপরিবহনে অতিরিক্ত গাদাগাদি করে যাত্রী নেয়া হচ্ছে এবং ডবল ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের এতে করে সবাই গনপরিবহনের কতৃপক্ষের উপর ক্ষীপ্ত হয়ে এই অনিয়ম থেকে পরিত্রাণ চায়।

সরেজমিনে ২জুন বুধবার সকাল ১০ টার দিকে মনিরামপুর থেকে যশোর-জ ১১০০৫২ গাড়িতে উঠে দেখা যায় গাড়িতে গাদাগাদি করে যাত্রী নেয়া হয়েছে এবং ডবল ভাড়া গুনতে হচ্ছে সবাইকে। কেন বাড়তি ভাড়া বাড়ানো হয়েছে এবিষয়ে জানতে চাইলে গাড়ির সুপারভাইজার বলেন সবাই যে নিয়মে চলছে আমরাও একই নিয়মে চলছি।

যশোর থেকে ফেরার পথে পুনরায় গাড়িতে উঠে দেখা যায় ডবল ভাড়া গুনতে হচ্ছে সবাইকে। কিন্তু মানা হচ্ছে না সাস্থ্যবিধি সামাজিক দুরত্ব।

এই বিষয়ে যাত্রীদের নিকট জানতে চাইলে তারা মন্তব্য করেন গাড়িতে সাস্থ্যবিধি সামাজিক দুরত্ব বজায় রেখে একছিটে একজন যাত্রী নিয়ে ডবল ভাড়া নেয়ার কথা কিন্তু এরা গাদাগাদি করে যাত্রী নিয়ে আবার ডবল ভাড়া নিচ্ছে এটা অনিয়ম এথেকে আমরা পরিত্রাণ চায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button