জেলার খবর

দোয়ারাবাজারে যৌতুকের তাড়নায় সংসার ছাড়া এক গৃহবধূ স্বামীর ঘরে ফিরতে চায়

মোঃ আলা উদ্দিন, দোয়ারা উপজেলা প্রতিনিধি-( সুনামগঞ্জ)

দোয়ারাবাজারে যৌতুকের তাড়নায় সংসার ছাড়া এক গৃহবধূ স্বামীর ঘরে ফিরতে চায়

সুনামগঞ্জের দোয়ারাবাজারে যৌতুকের তাড়নায় স্বামীর অত্যাচারে ঘর ছাড়া শারমিন নামের এক গৃহবধূ। এক বছরের শিশু কন্যা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেও সংসার টিকাতে পারেননি। অবশেষে সংসার ফিরে পেতে আদালতের দারস্থ হয়েছেন শারমিন আক্তার।

তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের বাসিন্দা সিরাজ মিয়ার কনিষ্ঠ কন্যা। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালে শারমিনের বিয়ে হয় একই উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র আলআমিনের সাথে। তাদের প্রায় তিন বছরের দাম্পত্য জীবনে ফুটফুটে এক শিশু কন্যা সন্তানের জন্ম হয়। তার বয়স বর্তমানে ১ বছর।

দাম্পত্য জীবনের শুরুতে আলআমিনের সংসারে অভাব অনটন থাকায় শারমিন তার বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা ব্যবসার জন্য স্বামীকে এনে দেয়। গত ১ বছর দাম্পত্য জীবন ভালো চললেও বাকি দুই বছরই যৌতুকের দাবিতে স্বামীর অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠে ওই গৃহিণী। তারপর দিন যত যেতে থাকে যৌতুকের দাবিতে তার ওপর বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। এক পর্যায়ে স্বামী স্থানীয় মহব্বতপুর বাজারে তার ব্যবসাকে আরো সম্প্রসারণ করার জন্য শশুড়ালয় থেকে আরো তিন লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এই টাকা দিতে অক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button