জেলার খবর
অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জসহ সারাদেশে প্রতিবাদের ঝড়
বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ)
অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জসহ সারাদেশে প্রতিবাদের ঝড়
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে হেনস্থা করে পুলিশে দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন” কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন।
অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও তাঁকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন সকল সাংবাদিক, চিকিৎসক, সামাজিক-সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দরা এবং যাঁরা একাগ্রতা পোষন করে উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সঙ্গঠনটি।