জেলার খবর

দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় সচেতনত নাগরিক সমাজের উদ্যোগে আলোচনা সভা

মোঃ আলা উদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি-(সুনামগঞ্জ)

দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় সচেতনত নাগরিক সমাজের উদ্যোগে আলোচনা সভা

দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় সচেতনত নাগরিক সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের স্থানীয় বোগলাবাজারে বীর মুক্তিযোদ্ধা শামছুল ইসলামের সভাপতিত্বে নুরুল ইসলাম মাষ্ঠারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুলা রোছমত আলী-রামসুন্দর স্কুল এন্ড কলেজের গভনিং বডির সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মিলন খান, বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,বিশিষ্ট ব্যবসায়ী আকরামুল হাসান মাছুম,লোকমান হেকিম মাষ্টার,সাবেক মেম্বার সিদ্দিক আলম প্রমুখ উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ীর বৃন্দ,শিক্ষক,মুক্তিযোদ্ধা, ছাত্রজনতাসহ সচেতন ব্যক্তিবর্গ বক্তারা বলেন বোগলাবাজার ইউনিয়নে আইনশৃঙ্খলার চরম অবনতির দিকে যাচ্ছে কিছু চোরাকারবারীর নেতৃত্বে কিশোরগ্যাং দিয়ে এলাকায় চোরাকারবার, ছিনতাই,চাঁদাবাজি,নারী নির্যাতন চালানো হচ্ছে তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারছেনা, এখনই তাদের প্রতিরোধ করে আইনশৃঙ্খলার উন্নয়ন করতে হবে।

বক্তারা আরো বলেন বোগলাবাজার ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সাবেক বগুলা স্কূল এন্ড কলেজের সভাপতিকে যেভাবে আঘাত করা হয়েছে তা ভাষায় প্রকাশ করার নয় এবং করোনা এই দূরসময়ে বগুলা বাজার ইউনিয়নের বিভিন্ন সীমান্ত দিয়ে যেভাবে চোরাচালান হচ্ছে তা অত্যন্ত করোনা জন্য ঝুঁকি এবং যারা চোরাকারবারীর সাথে জড়িত তারাই সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত, তারা প্রতিটা সময় স্থানীয় বগুলা বাজারে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, থানার কথা বলে বিভিন্ন ভাবে চোরাচালানসহ বিভিন্ন পথ থেকে টাকা তুলে। এমনকি এই সন্ত্রাসী দল থানার বিট পুলিশিং দায়িত্ব পালন করেন তা এলাকাবাসী আর দেখতে চাই না।

সর্বোপরি এলাকাবাসী এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য জোরদাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button