পাইকগাছায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা পদক পেলেন ওসি এজাজ শফি।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা পদক পেলেন ওসি এজাজ শফি।
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা পদক পেয়েছেন খুলনার পাইকগাছা থানা প্রশাসনের কর্ণধর ওসি এজাজ শফি। অগ্রগামী মিডিয়া ভিশনের আয়োজনে ২৫ ডিসেম্বর ২০২০ তারিখে ঢাকাস্থ কচি-কাঁচা মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানে আয়োজকবৃন্দ তাকে শেরে বাংলা পদকে ভূষিত করেন।
জানাগেছে, পাইকগাছা থানা ওসি এজাজ শফি খুলনার পাইকগাছায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে অগ্রনী ভুমিকা পালন করেন। থানার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সভা করে নানা অপরাধ মুলক কর্মকান্ড কমিয়ে আনতে বিশেষ ভুমিকা পালন করেন তিনি। এ’ছাড়া তার নের্তৃত্বে বিট অফিসারদের কার্যক্রম চোখে পড়ার মত।
তিনি আইনশৃঙ্খলা রক্ষায় থানার কর্মরত এস আই ও পি এস আইদের প্রশিক্ষণ, আইনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। মানুষের হয়রানী লাঘবে কর্মরত সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কঠোর দিক নির্দেশনা প্রদান ও থানাকে পরিবেশ বান্ধব করে গড়ে তুলেছেন।
বর্তমানে থানাকে দালালমুক্ত ও সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করেছেন। ভুক্তভোগী নারী ও বয়োবৃদ্ধ মানুষের জন্য তাৎক্ষণিক সেবার জন্য সহায়তা সেল গঠন করেছেন।
শুধু তাই নয়, চৌকস এ পুলিশ কর্মকর্তা থানা চত্বরকে পরিচ্ছন্ন ও সাজানো গোছানো পরিপাটি করে দৃষ্টিনন্দন করে তুলেছেন। ফলে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সুফল ভোগ করছেন এলাকাবাসী।
এ’ছাড়াও প্রকৃতি প্রেমী হিসাবেও কর্ম এলাকায় রয়েছে যথেষ্ট সুনাম। তিনি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে দিয়েছেন উদারতার পরিচয়। সফল এ পুলিশ কর্মকর্তার প্রতি পাইকগাছা এলাকার মানুষের প্রত্যাশা তাই বরাবরের তুলনায় একটু বেশী।