পৃথিবীতে সবাই তো কোন না কোন মায়ের সন্তান তাহলে বৃদ্ধাশ্রম কেন??
বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ)
পৃথিবীতে সবাই তো কোন না কোন মায়ের সন্তান তাহলে বৃদ্ধাশ্রম কেন??
আজ আন্তর্জাতিক মা দিবস ফেসবুকে মা দিবসের যে প্রতিফলন সেটা যদি বাস্তবে থাকতো, তাহলে পৃথিবীর কোনো মা-ই অসুখি হতেন না। এমনও আছে “মাকে ভালোবাসি” এই কথা লিখে মায়ের ছবিসহ ফেসবুকে পোস্ট দেয়া হয়ে গেছে…কিন্তু মা সেটা জানেও না। মায়ের প্রতি শতভাগ সন্তানের এমন নিখাদ ভালোবাসা থাকলে পৃথিবীর কোথাও বৃদ্ধাশ্রমের প্রয়োজনই হতো না। আসলে ভার্চুয়াল জগতে প্রকাশ ঘটানো বেশিরভাগই কৃত্রিম। অাধুনিক সমাজে টিকে থাকার প্রতিযোগিতা কিংবা ততোধিক অাধুনিকতার ধ্বজাধারীর নামান্তর।
কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্নতা তাই আসুন আমরা সকল সন্তানরা শপথ করি। আজ থেকে আর কোন মা বাবাকে বৃদ্ধাশ্রম রাখবো না! আমাদের সব সু-অভ্যাসের শুরু মায়েরই হাত ধরে। পরিচ্ছন্নতার প্রথম শিক্ষক আমাদের মা, নিরাপদতম আস্থার জায়গা আমাদের মা! ভালো থাকুক পৃথিবীর সকল মা!
সবাইকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা।