জেলার খবর

শার্শায় মহান বিজয় দিবস উদযাপনঃ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ

শার্শায় মহান বিজয় দিবস উদযাপনঃ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

যশোরের শার্শা উপজেলায় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে
মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বেনাপোল কাগজপুকুরে অবস্থিত স্মৃতিসৌধে ফুল শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন ও নেতাকর্মী বৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অপরদিকে, প্রথম প্রহরে শার্শা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শার্শা উপজেলার নিভৃত পল্লী কাশিপুরের মাটিতে চিরনিদ্রায় শায়িত জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরবর্তীতে, শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালের শুভ উদ্বোধন ও উন্মোচন করেন, আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অপর এক অনুষ্ঠানে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button