বগুড়া ঝুঁকিপূর্ণ মাটির দেওয়াল ধ্বসে শিক্ষার্থীর মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে ঝুঁকিপূর্ণ মাটির দেওয়াল ধ্বসে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানাযায়, উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ী পশ্চিম পাড়া গ্রামের ফরহাদ হোসেনের দ্বিতীয় ছেলে আলিগ্রামের মাদ্রাসার জেডিসি’র অধ্যয়নরত ছাত্র সিয়াম (১৪) গত ২৮ শে এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দেলোয়ার হোসেন এর বাড়ির পার্শ্বে ঝুঁকিপূর্ণ মাটির দেওয়াল সংলগ্ন স্থানে মোবাইল ফোনে গেম খেলছিল। হঠাৎ করে মাটির দেওয়াল ধ্বংসে সিয়ামের গায়ের উপর পরে।
ঘটনাস্থলে সে গুরুত্বর আহত হলে তাকে শিবগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এব্যাপারে বাড়ির মালিক দেলোয়ার হোসেন এর স্ত্রী মোছাঃ মাজেদা বেগম বলেন, গত ২০ বছর পূর্বে মাটি দ্বারা সীমানা প্রাচির নির্মাণ করা হয়। প্রাচিরটি কিছুদিন যাবৎ ফাটল ধরায় বাঁশের খুুঁটি দ্বারা ঢোকা দেওয়া ছিলো।
এব্যাপারে বিহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলার রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি,মাটির দেওয়াল ধ্বসে পড়ে এ দূর্ঘটনা ঘটনা ঘটেছে। খবর পেয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।