অনলাইনের সাংবাদিক হলেও তারা সাংবাদিক এদেরকে নুন্যতম সম্মান এবং মূল্যায়ন করা উচিৎ
বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ)
অনলাইনের সাংবাদিক হলেও তারা সাংবাদিক এদেরকে নুন্যতম সম্মান এবং মূল্যায়ন করা উচিৎ
আগে মানুষ অন্যায় করলে সাংবাদিকরা অন্যায় কারিদের মুখোশ উন্মোচন করে দিতেন এবং সাংবাদিকদের দেখলে অন্যায়কারিরা ভয় পেতেন কিন্তু কালের বিবর্তনে সব হারিয়ে গেছে কথাগুলো অপ্রিয় হলেও বাস্তবসত্য এসব অস্বীকার করার কোন সুযোগ নেই! যে সাংবাদিক সমাজ অন্যায় কে রুখে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করার কথা সেই সাংবাদিক সমাজ আজ মুখে কুলুপ এটে বসে আছে। বাহ সুশীল সমাজ বাহ।
আর কিছুসংখ্যক সাংবাদিক ভাইয়েরা আছেন তারা অনলাইন সাংবাদিক এর নাম শুনলেই নাক ছিটকান আপনাদের মনের পরিবর্তন করা জরুরী! কিছু অনলাইনের সাংবাদিক আছেন তারা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রচার করতে গেলেই তাদের প্রতিষ্ঠান এবং জীবনের উপর হুমকি ধামকি নির্যাতন নিপীড়ন চালিয়ে দিচ্ছেন অন্যায়কারিরা তখন অন্য সাংবাদিক ভাইয়েরা সবাই নিরব দর্শকের ভুমিকা রাখে।
একটা বাস্তব বিষয় সবাই ভুলে চলবে না অনলাইনের সাংবাদিক হলেও তারা সাংবাদিক এদেরকে নুন্যতম সম্মান এবং মূল্যায়ন উচিৎ।