মহাভারত পড়ার সময় না থাকলেও এর মূল সূত্রগুলি আমাদের জীবনে কার্যকর প্রমাণ করতে সচেষ্ট।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
মহাভারত পড়ার সময় না থাকলেও এর মূল সূত্রগুলি আমাদের জীবনে কার্যকর প্রমাণ করতে সচেষ্ট।
১) যদি আপনি সময়মতো বাচ্চাদের ভুল দাবি ও জেদ নিয়ন্ত্রণ না করেন তবে শেষ পর্যন্ত আপনি অসহায় হয়ে যাবেন উদাহরণ মহাভারতের কৌরব।
২) আপনি যতই শক্তিশালী হোন না কেন, অধর্মের পথে থাকলে আপনার জ্ঞান, অস্ত্র, শক্তি এবং আশীর্বাদগুলি সমস্তই নিষ্ফল হয়ে যাবে।
উদাহরণ মহাভারতের কর্ণ এর চরিত্র।
৩) বাচ্চাদের এত উচ্চাভিলাষী করবেন না যে জ্ঞানের অপব্যবহার করে, নিজেকেই ধ্বংস করে এবং সকলের অমঙ্গল করে, উদাহরণ মহাভারতেন অশ্বত্থমা চরিত্র।
৪) কখনই কাউকে এমনপ্রতিশ্রুতি দেবেন না যাতে আপনাকে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করতে হয়, উদাহরণ মহাভারতের ভীষ্ম পিতামোহ।
৫) সম্পত্তি, ক্ষমতা এবং অপকর্মের অপব্যবহারের ফলে আত্ম-ধ্বংস হয়,উদাহরণ মহাভারতের দুর্যোধন।
৬) ব্যক্তির ক্ষমতা ও অন্ধ পুত্রস্নেহ – তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়,উদাহরণ মহাভারতের =ধৃতরাষ্ট্রের চরিত্র।
৭) যদি ব্যক্তি জ্ঞানের দ্বারা আবদ্ধ থাকে তবে বিজয় অবশ্যই পাওয়া যায়, উদাহরণ মহাভারতের অর্জুনের চরিত্র।
৮) আপনি প্রতিটি কাজে কৌশল, জালিয়াতি এবং ঠাট্টা তৈরি করে সর্বদা সফল হতে পারবেন না,
উদাহরণ মহাভারতের শাকুনি’র চরিত্র।
৯) আপনি যদি নীতি, ধর্ম এবং কর্ম সফলভাবে অনুসরণ করেন তবে বিশ্বের কোনও শক্তি আপনাকে পরাস্ত করতে পারে না, উদাহরণ মহাভারতের যুধিষ্ঠিরের চরিত্র। (সংগৃহীত)