দোয়ারায় আদালতের নির্দেশ অমান্য করে জমির বোরোধান কেটে নিয়ে যায় লুটপাট কারীরা
মোঃ আলা উদ্দিন, দোয়ারা উপজেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
দোয়ারায় আদালতের নির্দেশ অমান্য করে
জমির বোরোধান কেটে নিয়ে যায় লুটপাট কারীরা
আদালতের নির্দেশ অমান্য করে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিরোধপূর্ণ জমির বোরোধান লুটপাট কারীরা কেটে নিয়ে জায়।
জমির মালিক সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের পুত্র শহিদুল ইসলাম এর অভিযোগ, উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা মৌজার জে এল নং এস-৯১ বি,এস ৮৪ খতিয়ান এস,এস-২৯ ডিপি৭১২ নামজারী-৬৭২।
দাগ এস,এ-৫৪, বি,এস-৬৯ শ্রেণী বোরো ২৮ শতক জমি
দলিল সূত্রে তারা মালিক। এই জমি নিয়ে দুইপক্ষের মধ্যে মামলা চলছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় হাওরে বোরোধান জোরপূর্বক লুটপাট করে কেটে নিয়ে যায় মান্নার গাঁও ইউনিয়নের জালাল পুর গ্রামের মৃত আয়না মিয়ার পুত্র আজমান মিয়া ও বোরহান উদ্দিন গংরা।
আজমান মিয়া ও তার লোকজন যাতে এই বিরোধপূর্ণ জমির বোরোধান না কাটতে পারেন সেজন্য শহিদুল ইসলাম সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। যাহা ফৌজদারী ২১৪/২০২১ এরপর আদালত বিরোধপূর্ণ জমির ধান কাটার ওপর ১৪৪ ধারা জারি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখর জন্য দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জকে নিদের্শ দেন।
এব্যাপারে মামলার বাদী শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৮ টায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে আজমান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় আমার জমিনের বোরোধান কেটে নিয়ে যায়।
প্রতিপক্ষের কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার মামলার তদন্তকারী অফিসার পুলিশের (এসআই) কামাল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বারবার বিজি দেখার ফলে বক্তব্য নেওয়া যায়নি।