জেলার খবর

ধামরাই পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও পৌর অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাই পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও পৌর অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামরাই পৌরসভা কর্তৃক আয়োজিত ধামরাই পৌরসভাস্হিত ৩৪টি মন্দির ও পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক’দের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী অজিত চক্রবর্তী মহোদয়ের সভাপতিত্বে বুধবার (১৪ই অক্টোবর) সকাল ১১ঘটিকায় পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

এ’মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবীর মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী দীপক চন্দ্র সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার ১,২,৪,৫,৭,৮,৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর বৃন্দ যথাক্রমে মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ আমজাদ হোসেন, মোহাম্মদ আলী, আলহাজ্ব জাকির হোসেন চৌধুরী, মনিরুজ্জামান মনির হোসেন মোঃ শহীদুল্লাহ্, আবু সাঈদ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১,২,৩)ফারহানা হোসেন, কাউন্সিলর
(৪,৫,৬) শিরিন আক্তার শিখা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৭,৮,৯) মোসাঃ মালেকা বেগম।

মতবিনিময় সভায় বিভিন্ন মন্দির ও পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিগন আসন্ন শারদীয় দুর্গাপূজা বিভিন্ন সমস্যা বিষয়ে মেয়র মহোদয় দৃষ্টি আকর্ষণার্থে বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মহোদয় মতবিনিময় সভায় বিভিন্ন মন্দির ও পূজা মন্ডপের কর্মকর্তাদের কথামতো পূজা শুরুর আগেই শারদীয় দুর্গাপূজা সাথে সংশ্লিষ্ট সকল কাজ (রাস্তা মেরামত, সিসি ক্যামেরা স্হাপন, বাইপাস রাস্তা চলাচলের উপযোগী করে গড়ে তোলা, সহ বিবিধ) দ্রুততার সহিত সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় সকল অতিথিবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা সরকারের স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে মাস্ক পড়ে পালন করার জন্য সকল মন্দির ও পূজা মন্ডপের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভা অনুষ্ঠানের সঞ্চালনা করেন ধামরাই পৌরসভার প্যানেল মেয়র (কাউন্সিলর ৮নং ওয়ার্ড) মোঃ শহীদুল্লাহ্।

আলোচনা সভা শেষে ধামরাই পৌরসভার ৩৪টি পূজা মন্ডপের কর্মকর্তাদের হাতে পৌর অনুদান প্রতি পূজা মন্ডপের কর্মকর্তাদের (নগদ অর্থ ৭০০০টাকা) তুলে দেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button