রিয়াদে কুমিল্লা দেবিদ্বারের রুহুল আমিন ভূঁইয়া’র মৃত্যু
মোঃ রুস্তম খাঁন, রিয়াদ প্রতিনিধি-(সৌদি আরব)
রিয়াদে কুমিল্লা দেবিদ্বারের রুহুল আমিন ভূঁইয়া’র মৃত্যু
আজ বিকাল ৩ ঘটিকার সময় রিয়াদের সমেসী সরকারি হসপিটালে লিবার জনিত সমস্যার কারণে রুহুল আমিন ভূঁইয়ার (৪২)মৃত্যু হয়েছে।
তিনি কুমিল্লা জিলার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী গ্রামের ভূঁইয়া বাড়ীর আব্দুল মতিন ভূঁইয়ার ছেলে। সৌদি তে রিয়াদ সিটির মানফুয়ায় বসবাস করতেন।
তাঁর ছোট ভাই আব্দুল হাকিম ভূঁইয়া জানান, অনেক দিন যাবৎ পেটের পিড়ায় ভুগছিলেন। কিছু দিন আগে প্রিন্স সালমান হসপিটাল থেকে চিকিৎসা সেবা নিয়ে দেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। লকডাউনের কারণে অপেক্ষা করছিলেন। হঠাৎ দুই দিন পূর্বে পেটের পিড়া বৃদ্ধি পাওয়ায় সমেসী সরকারি হসপিটালে ভর্তি করানো হয়।
হসপিটালে ভর্তির পর জানা যায় লিভারে অনেক সমস্যা।
আজ বিকাল ৩ ঘটিকার সময় সমেসী সরকারি হসপিটাল থেকে জানানো হয় বড় ভাই মারা গেছেন। ইন্না-লিল্লাহে ওইন্নাইলাইহে রাজিউন। বর্তমানে তাঁর লাশ সমেসী সরকারি হসপিটালের হিমাগারে রয়েছে।
তার ইকামা নাম্বার -2445234897.
এই খবর শোনার পর প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন-সৌদি আরবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
আল্লাহ তায়ালা যেন রুহুল আমিন ভূঁইয়া’র সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে জান্নাতুন ফেরদৌস দান করেন।