কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
কাতারে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত প্রবাসী উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম পাঠান পাড়া গ্রামের কবির আহমেদের বাড়ির মৃত নুরুল হকের ছেলে মোহাম্মদ ফয়েজ আহমেদ (৫৯)।
স্থানীয়রা জানিয়েছে, গত (০১ সেপ্টেম্বর বুধবার) বাংলাদেশ সময় বুধবার বিকালে সবজি সরবরাহের কাজে ব্যক্তিগত মাইক্রোবাসটি চালানোর সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে সালওয়া সড়কের পাশে দেয়ালে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ফয়েজের মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের শ্যালক তৈয়ব আলী জানান, দুলাভাই ফয়েজ গত ত্রিশ বছর ধরে প্রবাস জীবনে কাতারে আছেন। বিবাহিত জীবনে তিনি দুই কন্যা ও দুই পুত্র সন্তানের বাবা। চলতি বছরের অক্টোবরে বড় মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্য তার দেশে ফেরার কথা ছিল।
নিহতের ভাইয়ের ছেলে কাতার প্রবাসী মোহাম্মদ মোজাম্মেল জানান, গত বুধবার বিকালে সবজি সরবরাহের কাজে নিজ মাইক্রো চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সালওয়া সড়কের পাশে দেওয়ালের সাথে গাড়ির ধাক্কা লেগে ঘটনাস্থলে চাচা মারা যান।
বর্তমানে তার মরদেহ দোহার আল খোর হাসপাতালের মর্গে রয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে। আগামী পাঁচদিনের মধ্যে দেশে পৌঁছাবে তার মরদেহ।
প্রবাসী মোহাম্মদ ফয়েজ আহমেদ কাতারে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।