বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁশখালীতে সম্ভাবনাময় প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁশখালীতে সম্ভাবনাময় প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বিদ্যৎস্পৃষ্ট হয়ে সম্ভাবনাময় এক ডিপ্লোমা প্রকৌশলী মর্মান্তিকভাবে মৃত্যুবরন করেছে। নিহত প্রকৌশলী বোরহান উদ্দিন রব্বানী(২৫) উপজেলার ৯ নং গন্ডামারা ইউনিয়নের পুর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ডের প্রবীন পল্লী চিকিৎসক মোহাম্মদ আরিফুর রহমানের ২য় পূত্র।
৮ এপ্রিল’২১ ইং বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার সময় গ্রামে নিজ বাড়ির মোটর (সেচ পাম্প) মেরামত করার সময় ডিপ্লোমা প্রকৌশলী বোরহান উদ্দিন রব্বানী দূর্ভাগ্যবশতঃ তড়িতাহত হয়ে পড়ে। পরিবারের সদস্য ও প্রতিবেশিরা তাৎক্ষনিকভাবে তড়িতাহত ইঞ্জিনিয়ার রব্বানীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইঞ্জিনিয়ার রব্বানীকে মৃত ঘোষনা করে।
গ্রামে তরুন সমাজের আইডল খ্যাত ইঞ্জিনিয়ার রব্বানীর মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সোস্যাল মিডিয়ার সুবাধে দ্রুত ভাইর্যাল হয়ে পড়লে পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। ইঞ্জিনিয়ার রব্বানীর পিতা এলাকার জনপ্রিয় প্রবীন পল্লি চিকিৎসক ডাঃ আরিফুর রহমান ও ইঞ্জিনিয়ার রব্বানীর মা তাদের কলিজার টুকুরা সন্তানের এমন নির্মম মৃত্যুতে শোকে পাথর হয়ে পড়েছে। মা পুত্রশোকে বারবার পাগলের মত বিলাপ করতে করতে সংজ্ঞাহীন হয়ে পড়ছে, বুকফাটা আর্তনাদে বাবা ডাঃ আরিফুর রহমান স্বজন ও প্রতিবেশিদের জড়িয়ে একটা কথাই বলছিলেন, “হে আল্লাহ! বাবা হয়ে পূত্রের ভারী লাশ কাঁধে নিয়ে আখেরাতের মঞ্জিলপানে হেঁটে যাওয়ার শক্তি ও ক্ষমতা তুমি আমায় দান কর আল্লাহ।”
নিহত ইঞ্জিনিয়ার রব্বানী চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা সম্পন্ন করে সীতাকুন্ডের ভাটিয়ারীতে জাঁহাজ ভাঙ্গা শিল্প এলাকার বেসরকারী একটি কোম্পানীতে কর্মরত ছিলেন।
ইঞ্জিনিয়ার রব্বানীর মৃত্যুতে তাৎক্ষনিকভাবে শোক জানিয়ে তাঁর বিদেহী আত্বার মাগফেরাত কামনা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, ৯ নং গন্ডামারা ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লেয়াকত আলী, সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আরিফ উল্লাহ, প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন সিকদার সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।