বগুড়া শিবগঞ্জে বিদ্যালয় খোলা রেখে পাঠদানঃ জরিমানা করলেন ইউএনও
বগুড়া শিবগঞ্জে সরকারি আদেশ অমান্য করে বিদ্যালয় খোলা রেখে পাঠদান চলাকালিন সময়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা সহ তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার৷
কোভিড-১৯ এর কারণে সারাদেশে সরকার কর্তৃক সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা চলমান আছে ।এদিকে সরকারি নিময় নীতি উপেক্ষা করে বিদ্যালয় পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি শিক্ষা প্রতিষ্ঠানে জরিমানা সহ তালা ঝুলিয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার।
জানা যায়, কোভিড-১৯ এর কারণে সারাদেশের সরকারী বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা চলমান থাকা স্বত্বেও শিবগঞ্জ উপজেলা চন্ডিহারা বাজারে অবস্থিত আলোর মেলা কেজি স্কুল কর্তৃপক্ষরা সরকারি নিময়নীতি অমান্য করে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত প্রশাসনের অগোচরে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। এবিষয়টি উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা গোপন সংবাদে ভিত্তিতে জানতে পেরে তিনি ২৪ জুন বৃহস্পতিবার সকাল ৯টায় কিছু পরে উক্ত বিদ্যালয়ে অভিযান পরিচালনা করেন।
ওই সময়ে প্রায় দের থেকে দু শতাধিক খুদে শিশু শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ শ্রেণিকক্ষে পরীক্ষা নিচ্ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা তাৎক্ষনিক ওই প্রতিষ্ঠানের পরিচালক দুলালুর রহমানের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ওই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন তিনি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, নির্মূল ও প্রতিরোধ) ২০১৮ সালের আইন মূলে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপরে উপজেলা নির্বাহী অফিসার মোকামতলা এলাকার প্রতিভা মডেল কেজি স্কুল নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ওই শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি তালা জুলিয়ে দেন।