জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে মিষ্টিমুখ ও আলোচনা সভা
সাদ্দাম উদ্দীন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে মিষ্টিমুখ ও আলোচনা সভা
আজ ১৭ মার্চ ২০২১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২১ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জয় বাংলা চত্বরে অবস্থিত জাতির পিতার ম্যুরাল জাগ্রত জাতিসত্তায় পুষ্পস্তবক অর্পণ করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। তিনি নরসিংদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় জয় বাংলা চত্বরে এক ঝাঁক নবীন প্রাণের উচ্ছ্বাসে কেক কেটে মিষ্টিমুখ করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
বঙ্গবন্ধু আজীবন শাসিত ও শোষিত বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার কথা বজ্রকন্ঠে ঘোষণা করেছেন মর্মে উল্লেখ করে মান্যবর প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিশুর প্রতি বঙ্গবন্ধুর অপত্য স্নেহকে অনন্য ও অত্যুজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন এবং শিশুদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অনবদ্য অবদানের বিষয়ে আলোকপাত করেন।