জেলার খবর

পাইকগাছায় ইউপি নির্বাচনে ১০ ইউনিয়নে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৯৯ জন

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছায় ইউপি নির্বাচনে ১০ ইউনিয়নে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৯৯ জন

পাইকগাছায় আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ইউনিয়ান পরিষদ সাধারণ নির্বাচনে উপজেলার ১০ ইউপিতে গত ৫, ৬ ও ৭ মার্চ ইউনিয়ন আওমীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ১০ টি ইউনিয়নে দলীয় প্রতীক(নৌকা) প্রাপ্তির জন্য ৯৯ জন আগ্রহী প্রার্থী আবেদন করে তাদের পূর্ণ বায়োডাটা জমা দিয়েছেন। তন্মধ্যে ১নং হরিঢালী ইউপির অধিনে মোট ৯ জন প্রার্থী আ’লীগের দলীয় মনোনয়ন চেয়ে উপজেলা আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদক এর নিকট জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

তারা হলেন –শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, গাজী মিজানুর রহমান, শেখ দিদার হোসেন, সরদার মোজাফর হোসেন, মোঃ মুজিবর রহমান ফকির, মোঃ রাজিব গোলদার, সঞ্জয় মজুমদার, প্রদীপ দত্ত।

২নং কপিলমুনি ইউপির মোট ১০ জন প্রার্থী আ’লীগের দলীয় মনোনয়ন চেয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তারা হলেন –আনন্দ মোহন বিশ্বাস, কওসার আলী জোয়াদ্দার, ইকবাল হোসেন খোকন, শেখ জামাল হোসেন, গাজী আব্দুর রাজ্জাক রাজু, জি এম হেদায়েত আলী টুকু, আব্দুর রব মিঠু, তাপস সাধু, ওয়াহিদুজ্জামান মোড়ল, সরদার কামাল হোসেন।

৩নং লতা ইউপির মোট ১১ জন প্রার্থী আ’লীগের দলীয় মনোনয়ন চেয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তারা হলেন, কাজল কান্তি বিশ্বাস, নির্মল বৈদ্য, সোহরাব আলী হাওলাদার, কুমারেশ সরকার, বুধর বিশ্বাস, জ্যোতিশ কুমার মন্ডল, বিষ্ণু পদ মন্ডল, বাবুলাল বিশ্বাস, কুমারেশ মন্ডল, দেবাশিষ কুমার রায় এবং গৌতম রায়।

৪নং দেলুটি ইউপির মোট ০৭ জন প্রার্থী আ’লীগের দলীয় মনোনয়ন চেয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তারা হলেন, নির্মল কান্তি মন্ডল, রিপন কুমার মন্ডল, ধীরেন্দ্র নাথ মল্লিক, সুকৃতি মোহন সরকার, সুপদ কুমার রায়, নিরঞ্জন সরকার, অঞ্জন কুমার মন্ডল।

৫নং সোলাদানা ইউপির মোট ১১ জন প্রার্থী আ’লীগের দলীয় মনোনয়ন চেয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তারা হলেন, মোঃ আব্দুল মান্নান গাজী, কুমুদ রঞ্জন ঢালী, তপন বাইন, রবিন্দ্র নাথ রায়, এড. শিবু প্রশাদ সরকার, দিলিপ কুমার ঢালী, এম এম আজিজুল হাকিম, রবিউল ইসলাম রবি, বি এম আরেফিন আলী, আব্দুর রউফ বিশ্বাস ও শিবপদ মন্ডল।

৬নং লস্কর ইউপির মোট ১২ জন প্রার্থী আ’লীগের দলীয় মনোনয়ন চেয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তারা হলেন গোলাম মোস্থফা, বিভূতি ভূষন সানা, কে এম আরিফুজ্জামান তুহিন, ইদ্রিসুর রহমান মন্টু, বিজন বিহারী মন্ডল, মোরারী মোহন সরদার, নুরুল ইসলাম কাগুজী, আব্দুল কুদ্দুস সানা, মানব কুমার সানা, টি এম হাসানুজ্জামান, আব্দুল হাই গাইন, প্রশেন কুমার ঢালী।

৭নং গদাইপুর ইউপির মোট ১০ জন প্রার্থী আ’লীগের দলীয় মনোনয়ন চেয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এরা হলেন,
এস এম শামসুর রহমান, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কাজী শাকাওয়াত হোসেন পাপ্পু, শেখ আবুল কালাম আজাদ, শেখ মাসুদুর রহমান মাসুদ, শেখ সরোয়াদ্দী আকবার আলী শেখ, আসিফ ইকবাল রনি, ইদ্রিস আলী ও প্রকাশ ঘোষ বিধান।

৮নং রাড়ুলী ইউপির মোট ০৯ জন প্রার্থী আ’লীগের দলীয় মনোনয়ন চেয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তারা হলেন,
আব্দুল মজিদ গোলদার, মুনসুর আলী বিশ্বাস, আবুল কালাম আজাদ, আরশাদ বিশ্বাস, হরে কৃষ্ণ দাশ, বিমল পাল, সবুর গাজী, আনিচ গাজী, শিমুল গাজী।

৯নং চাঁদখালী ইউপির মোট ০৩ জন প্রার্থী আ’লীগের দলীয় মনোনয়ন চেয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আলহাজ্ব মুনসুর আলী গাজী, জি এম ইকরামুল ইসলাম, আব্দুল হালিম খোকন।

১০নং গড়ইখালী ইউপির মোট ১১ জন প্রার্থী আ’লীগের দলীয় মনোনয়ন চেয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
মোঃ রুহুল আমিন বিশ্বাস, গাজী মিজানুর রহমান আনোয়ার হোসেন গাজী, মোঃ তরিকুল ইসলাম সানা, মোঃ কামরুল ইসলাম গাইন, শক্তি পদ মন্ডল, বি এম শফি, মানবেন্দ্র মন্ডল, তৌহিদুর রহমান সম্রাট, জয়দ্রথ বাছাড়, মোঃ হালিম সানা।

এদিকে ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ বর্ধিত সভা করে যে নামের তালিকা ও জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তার বাইরে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন, ১নং হরিঢালী ইউপির সরদার গোলাম মোস্তফা ও তানজিম মোস্তাফিজ বাচ্চু। চাঁদখালী ইউপির দু’জন প্রার্থী শাহজাদা আলম খান ও আমেরিকা প্রবাসী শাহজাদা আবু ইলিয়াস।

গড়ইখালী ইউপি থেকে আব্দুস সালাম কেরু। দেলুটি ইউপির দিজেন্দ্র নাথ মন্ডল উপজেলা আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা গেছে।

পাইকগাছা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু বলেন, দলীয় নেতাদের কাছ থেকে জীবনবৃত্তান্ত পেয়েছি সেগুলো আজ জেলা নেতৃবৃন্দের নিকট জমা দিয়েছি। জেলা নেতৃবৃন্দ সেগুলো যাচাই বাছায় করে করনীয় নির্ধারণ করবেন।

উপজেলা আলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button