নরসিংদীর রায়পুরায় ইট ভাটা উচ্ছেদ ও অর্থ দন্ড।
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের কঠোর নির্দেশনা অনুযায়ী নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের ঝাউকান্দিতে অবস্হিত এবং চাঁনপুর ইউনিয়নের মাঝেরচরে অবৈধভাবে স্হাপিত একতা ব্রিক ফিল্ড এবং মামুন ব্রিক ফিল্ড ইটভাটায় মোবাইল কোর্ট পরিচলনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট মো,শাহরুখ খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার ও সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর,নরসিংদী।
এসময় মামুন ব্রিক ফিল্ড ইটভাটার লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার মালিককে ইট প্রস্তত ও ভাটা নিয়ন্ত্রণ (স্হাপন) আইন ২০১৩ অনুযায়ী দুই মাসের কারাদন্ত প্রদান করেন এবং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একতা ব্রিক ফিল্ডকে সংশ্লিষ্ট আইনে ৫০০০০/- টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং ইটভাটাটিকে সম্পূর্ণরূপে ভেঙ্গে দেয়া হয়। জনস্বার্থে নরসিংদী জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচলনা অব্যাহত থাকবে বলে সংবাদ কর্মীদের জানায়।