ছাতকে জাতীয় ভোটার দিবস পালন
সুনামগঞ্জ জেলার ছাতকে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান অনুষ্ঠানের সুচনা করেন।
পরে নির্বাচন কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় ভোটার দিবস পালিত হয়। উপজেলা নির্বাচন অফিসার ফয়েজুর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন সহকারী জামিল হোসেনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সোনালি ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক আব্দুল জলিল, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, আমার বাড়ি আমার খামার প্রকল্প কর্মকর্তা জুলকারনাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ। বক্তব্য রাখেন, নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর তানিয়া আক্তার, হুমায়ূন আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে খাদিজাতুল কুবরা চৌধুরীর হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এদিকে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভায় আনুষ্ঠানিকভাবে স্মার্টকার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন অফিসার ফয়েজুর রহমান।
আগামী ৪ মার্চ উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ১২৭৮ জন, ৫ মার্চ নোয়ারাই ইউনিয়নের ২০৫৫ জন, ৬ মার্চ ভাতগাঁও ইউনিয়নের ১৩৭২ জন, ৭ মার্চ ছাতক সদর ইউনিয়নের ৫১৬ জন, ৮ মার্চ ইসলামপুর ইউনিয়নের ১৭৫১ জন, ৯ মার্চ দোলারবাজার ইউনিয়নের ১৭২৬ জন, ১০ মার্চ জাউয়াবাজার ইউনিয়নের ১৫৯৪ জন, ১১ মার্চ উত্তর খুরমা ইউনিয়নের ১০০৬ জন, ১২ মার্চ দক্ষিণ খুরমা ইউনিয়নের ১২২৩ জন, ১৩ মার্চ চরমহল্লা ইউনিয়নের ১২৫৬ জন, ১৪ মার্চ ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের ১৪৩৩ জন, ১৫ মার্চ গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ১৪৯৭ জন, ১৬ মার্চ কালারুকা ইউনিয়নের ১৬৬৫ জন ও ১৭ মার্চ ছাতক পৌরসভার ১৭৮০ জনের মধ্যে নির্বাচন কার্যালয় থেকে স্মার্টকার্ড বিতরণ করা হবে। কার্ড সংগ্রহকারীদের নিবন্ধন ফরমের মূল স্লীপ নিয়ে আসতে হবে।