সাংবাদিক বুরহান উদ্দিন কে গুলি করে হত্যার প্রতিবাদে শ্রীপুরে (বিএমএসএফ) এর প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত
মোঃ আজাহার সরকার, জেলা প্রতিনিধি-(গাজীপুর)
সাংবাদিক বুরহান উদ্দিন কে গুলি করে হত্যার প্রতিবাদে শ্রীপুরে (বিএমএসএফ) এর প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার নির্দেশে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ শ্রীপুর উজেলা কমিটির আয়োজনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদি বুরহান উদ্দিন মুজাক্কির এর হত্যাকারীদের কে আইনের আওতায় এনে বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার জৈনাবাজার কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএমএসএফ’র শ্রীপুরউপজেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন বাচ্চুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ডাঃ মোঃআব্দুল আজিজ আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি।
শ্রীপুর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক আতিকুর রহমান এল এল বি, সহ সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, মহিলা বিষয়ক সম্পাদিকা জহুরা বেগম সাথী, কনিকা আক্তা, প্রতিবাদ সমাবেশে বক্তারা ৭২ ঘণ্টা সময়ের মধ্যে যেন আইনশৃঙ্খলা বাহিনী নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির এর হত্যাকারীদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জোর দাবি জানান, আরো বলেন আগামী ৭২ ঘন্টার মধ্যে আসামি দের কে আইনের আওতায় আনা না হলে আবারো কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে জানান। এবং অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক তাজুল ইসলাম সানি, সাংগঠনিক সম্পাপাদক সুজন মাহমুদ, সাংবাদিক আমিনুল ইসলাম, মোঃ রুবেল মাহমুদ, দুলাল মিয়া, নুরুল ইসলাম, ফাহাদ মিয়া, নাজমুল হোসেন, সাইফুল ইসলাম, জনি মিয়া,শাহআলম মাল,আজাহার সরকার, প্রমুখ। সাংবাদিকদের সাথে প্রতিবাদ জানাতে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ।