জেলার খবর

আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তৃণমূল সংগঠনের শান্তি বজায় রাখতে হবে… শেখ আফিল উদ্দিন এমপি

এসএম স্বপন, জেলা প্রতিনিধি-(যশোর)

আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তৃণমূল সংগঠনের শান্তি বজায় রাখতে হবে… শেখ আফিল উদ্দিন এমপি

যশোর-১(শার্শা)’র এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তৃণমূল সংগঠনের শান্তি বজায় রাখতে হবে।

আওয়ামীলীগ সরকারের শাসনামলে শার্শা উপজেলাবাসী খুব সুখে আছে। যদি কেউ আগামী ইউনিয়নয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সে সুখ নষ্ঠ করতে চায়, তাহলে তা সাংগঠনিকভাবে প্রতিহত করা হবে। বুধবার বিকেল ৩ টার সময় যশোরের শার্শা’য় ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণকালে একথা বলেন তিনি।

শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, মনে রাখতে হবে আওয়ামীলীগ একটি বিশাল বড় সংগঠণ আর বড় সংগঠনে যোগ্য নেতা বেশি থাকবে, এটাই স্বাভাবিক।

তাই, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠণ যাকে মনে করবে সেইই প্রার্থী হতে পারবে। দয়াকরে দলের বিপক্ষে কেউ অবস্থান করে শার্শা’র আওয়ামীলীগ সংগঠনের শান্তি নষ্ট করবেন না। তাতে শার্শা উপজেলাবাসী অশান্তিতে পড়বে। সেকারণে এখন থেকে কেউ গাছে গাঝে ব্যানার ফেস্টুন বাণিয়ে ঝুলবে না। যদি কেউ অবাধ্য হয় তাহলে তার বিরুদ্ধে সংগঠণ থেকে কঠিণ ব্যবস্থা নেওয়া হবে।

এসময় সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, বিশ্বব্যাপী মহামারী করোণার সময়ে আমরা অনেক নেতাকে ঘর থেকে বের হতে দেখেনি, সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে থাকতে দেখেনি, দেখেছি কেবল চেয়ারম্যান-মেম্বরসহ কিছু সংখ্যক নেতা-কর্মীকে। এখন দেখছি সেসকল তীর্থের কাক বড় বড় ব্যানার ফেস্টুন ছাপিয়ে গাছে গাছে ঝুলছে জন প্রতিনিধি হওয়ার জন্য। আবার যারা আওয়ামীলীগ শাসনামলে ভোল পাল্টে আওয়ামীলীগ দলের সাথে মিশে এসংগঠনকে ক্ষতিগ্রস্থ্য করার অপচেষ্টা করেছে তারা এখন লম্বা লম্বা কথা বলছে আর ঢাকা থেকে নমিনেশন নিয়ে আসার জন্য অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই, এসকল ঠকবাজ দালাল চক্র থেকে সাবধান থাকতে বলা হয়েছে আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার ধরে রাখতে আওয়ামীলীগের বিরুদ্ধে সকল ষঢ়যন্ত্র প্রতিহত করে দলের ভিতর শান্তি বজায় রাখার আহবান জানান। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালে আফিলকে শার্শায় পাঠিয়েছে সংগঠণকে সুসংগঠিত করতে, এমপিগিরি না। সেথেকে অদ্যবধি আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে সংগঠণকে সাজানোর চেষ্টা করেছি এখনো করছি। যতোদিন বেঁচে থাকব ততোদিন আওয়ামীলীগের কর্মী হিসেবে কাজ করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button