জেলার খবর

বেনাপোলে বাল্য বিবাহের কুফল সম্পর্কে কিশোরীদের প্রশিক্ষণ

এসএম স্বপন, জেলা প্রতিনিধি-(যশোর)

বেনাপোলে বাল্য বিবাহের কুফল সম্পর্কে কিশোরীদের প্রশিক্ষণ

বেনাপোলের পল্লীতে বাল্য বিবাহের কুফল ও ইভটিজিংয়ে করণীয় সম্পর্কে কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র শার্শা উপজেলা কর্মকর্তার কার্যালয়।

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প, ইরেসপো-২য় পর্যায়ের আলোকে “উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী জাগরণে পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মসূচীর ধারাবাহিকতায় নবসৃষ্ট সংগঠণ বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ১০০ কিশোরী শিক্ষার্থীদের মাঝে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়ারণ চন্দ্র পাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে সাবলীল প্রশিক্ষণ দেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-সচিব ও উক্ত প্রকল্পের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত।

এসময় তিনি, বাল্য বিবাহের কুফল, করণীয়, জেন্ডার বৈষম্য ও ইভটিজিং প্রতিরোধসহ কিশোরীদের শারীরিক এবং মানষিক বিকাশে বেড়ে উঠার বিষয়ে বিভিন্ন উপমা সহকারে বাস্তবসম্মত গল্প, গুণী, প্রতিবাদী, সফলতা অর্জণকারি মহিয়সী নারীদের জীবনী থেকে স্থির ও ভিডিও চিত্রে শিক্ষা এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা নেন। পরে, বিজয়ী কিশোরীদের পুরস্কারসহ সকল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করেন।

অনুষ্ঠান মালায়, কোর্স পরিচালক ও শার্শা উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় কোর্স উপদেষ্টা ছিলেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,এইচ,এম গোলাম রসুল, কোর্স সমন্বয়ক ছিলেন উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিন, সার্বিক সহযোগিতায় ছিলেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাহি কমিটির সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাশসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button