ধামরাইয়ে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
মহান বিজয় দিবস উপলক্ষে বড় হিস্যা জালসা মুন স্টার ক্লাবের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৫ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড় হিস্যা জালসা এলাকায় মুনস্টার চত্বরে বড় হিস্যা জালসা মুনস্টার ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা ও স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও এলাকার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেন স্থানীয় সাংসদ ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমদ।
ঢাকা ওয়ায়োসিস কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ পরিবারের সন্তান ও গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিলন কান্তি রায়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি বলেন, এই প্রজন্ম মুক্তিযোদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাক এই প্রত্যাশা করি। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা দিতে পেরে আমারও ভাল লাগলো। কারন আমি নিজেও মুক্তিযোদ্ধা।
উদ্বোধনকালে মিলন কান্তি রায় বলেন, অামি গর্বিত, আমি শহীদ পরিবারের সন্তান। অামার পূর্ব পুরুষরা দেশের জন্য তাদের জীবন উৎস্বর্গ করেছে। তাদের আত্মত্যাগ আমাকে উৎসাহিত করেছে, তাই আপনাদের পাশে থেকে সমৃদ্ধশালী ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করে যাব।
সংবর্ধনা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিল্লাল হোসেন, বড় হিস্যা জালসা মুনস্টার ক্লাবের বর্তমান সভাপতি আসাদুজ্জামান এরশাদ ও সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।