খুলনার পাইকগাছায় ইফতারের পানির সাথে বিষ মিশিয়ে স্ত্রী হত্যার অভিযোগ।
এ কে আজাদ,খুলনার পাইকগাছা প্রতিনিধি-ঃ
পাইকগাছায় ইফতারের পানির সাথে বিষ মিশিয়ে স্ত্রী হত্যার অভিযোগ।
খুলনার পাইকগাছার কয়রা সীমান্তে এক গৃহবধুকে ইফতারের পানির সাথে বিষ মিশিয়ে হত্যা করার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গৃহবধুর স্বামী ও দেবরকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এদিকে নিহত গৃহবধূর লাশ স্বামীর বাড়ীতে জায়গা না দেয়ায় বাপের বাড়ীতে দাফন করা হয়েছে।
মামলার বিবরণ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গত ৩ মে সন্ধ্যায় কয়রা উপজেলা থেকে প্রায় ১৯ ও পাইকগাছা থেকে ১৮ কিলোমিটার দুরে হরিনগর গ্রামে স্বামী, শ্বশুর ও দেবরের যোগসাজসে ইফতারের পানির সাথে বিষ মিশিয়ে গৃহবধু রিমাকে খাওয়ানো হয়। কিছুক্ষণ পর জ্বালা যন্ত্রনায় ছটফট করতে থাকে রীমা। এ সময় প্রতিবেশীদের চাপের মুখে শশুরবাড়ীর লোকজন রীমাকে স্থানীয় পল্লী চিকিৎসক জেহের আলীর নিকট নিয়ে যায়। ঐ সময় রিমা তাকে বিষ খাওয়ানো হয়েছে বলে ডাক্তারকে জানায়। ডাক্তার জেহের আলী তাকে দ্রুত হাপাতালে নিয়ে ওয়াশ করানোর ব্যবস্থা করান। তারপরও অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে ডুমুরিয়ায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে স্বামীর বাড়ীতে কবর দিতে না দেয়ায় বাপের ভিটা পাইকগাছার গজালিয়ায় কবর দেয়া হয়েছে। এ দিকে মৃত্যুকালে রিমার রেখে যাওয়া ২মাসের জাহিদা ও ৫ বছরের মেয়ে শাহিদাকে তাদের দাদা দাদির কাছে রেখে দিয়েছে। ঘটনার পর মৃতের মা মমতা বেগম বাদী হয়ে রিমার স্বামী কিবরিয়া সানা, দেবর কারিজুল সানাসহ অজ্ঞাত ২/৩ জনের নাম উল্লেখ করে কয়রা থানায় একটি হত্যা মামলা করে। পুলিশ তাৎক্ষনিকভাবে আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। এ ব্যাপারে স্থানীয় নুরুল হুদা সানা ও সরদার মোহাম্মদ আলী জানায়, মৃত্যুর ২/৩ দিন আগে ধরে তারা রিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে দেখা যায়।