জেলার খবর

মাহান বিজয় দিবসে আখাউড়া খাদেম ফাউন্ডেশনের উদ্দ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

মাহান বিজয় দিবসে আখাউড়া খাদেম ফাউন্ডেশনের উদ্দ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান বিজয়ের মাসে খাদেম ফাউন্ডেশনের উদ্দ্যোগে আখাউড়া পৌরসভার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় পৌরশহরের খড়মপুরে খাদেম ফাউন্ডেশন কমপ্লেক্সে মোট ৫৩ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

খাদেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এম.এন.এইচ খাদেম দুলালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মো.জামসেদ শাহ,বীর মুক্তিযোদ্ধা মো.বাহার মিয়া মালদার,বীর মুক্তিযোদ্ধা খুরশেদ আলম খাদেম,বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেম,মরহুম এডভোকেট এমদাদুল হক বারী সাহেবের ছেলে তানজীর আহমেদ,খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু,জামান খাদেম প্রমূখ।

আখাউড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর কাজী নাসির উদ্দিন খাদেম লিটনের সঞ্চালনায় বক্তারা মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button